Home Second Lead বন্ধুর ছুরিকাঘাতে খুন

বন্ধুর ছুরিকাঘাতে খুন

মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল এক তরুণের।

বৃহস্পতিবার রাতে কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ। বয়স ২৪।

জানা যায়, কালিয়াইশের মৃত ইসলাম মিয়ার ছেলে রবিউল ইসলামের বন্ধুত্ব ছিল সাজ্জাদের। তারা প্রায়ই একজন আরেকজনের বাড়িতে আসা-যাওয়া করতেন।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকেও দুই বন্ধু সাবিদুল ও রবিউলসহ আরও কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দু’জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এর জেরে একপর্যায়ে সাবিদুল ইসলামের বুকে ছুরিকাঘাত করে। দ্রুত পালিয়ে যান রবিউল।

আশেপাশের লোকজন সাবিদুলকে উদ্ধার করে দোহাজারীতে একটি ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পটিয়ায় তার মৃত্যু হয়।

সাবিদুল ইসলাম চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বারুদখানা এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে এবং সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ।।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।