Home বিনোদন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ আর নেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ আর নেই

বিজনেসটুডে২৪ ডেস্ক

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ডঃ জালিল পার্কার জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭ টা নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা  গিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায়  ভুগছিলেন। গত মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সময় এই বর্ষীয়ান অভিনেতার পাশে ছিলেন তাঁর স্ত্রী সায়রা বানু। তাঁর মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া।

১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার। জন্মকালে তাঁর নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পরবর্তীকালে হয়ে ওঠেন সবার প্রিয় দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিয়ে করেন। ৬৫টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। দীর্দিন ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন দিলীপ কুমার। এরপর মুঘল-এ-আজম (১৯৬০), দেবদাস (১৯৫৫), নয়া দঔর (১৯৫৭), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-এর মতে সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক বছরে বার বার অসুস্থ হয়ে পড়ছিলেন দিলীপ কুমার। এর জেরে বর্ষিয়ান অভিনেতাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই আবহে গত ৩০ জুন জলিল পারেকারের তত্বাবধানে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন বলে জানা গিয়েছিল। স্ত্রী সায়রা বানু কয়েকদিন আগেই জানান যে দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।