বিজনেসটুডে২৪ ডেস্ক
কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মাধুরী দিক্ষিতকে। সেই ৮-এর দশকের শেষের দিক থেকে এখনও তিনি বলি টাউনের সব থেকে দাপুটে অভিনেত্রী । বিয়েও করেছেন। সন্তানদের নিয়ে তাঁর সুখের সংসার। তবে কী কারণে নিখোঁজ তিনি?
বলিউড মাধুরীর নিখোঁজের পিছনে অপহরণের রহস্য খুঁজে পাচ্ছে। শোরগোল শুরু হয়েছে এই খবরে। তবে কী মনের কষ্টে ভুল কিছু করে ফেললেন তিনি। নায়িকার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে রহস্য দানা বাঁধছে।
শেষ পোস্টে কী লিখেছেন তিনি? যা নিয়ে এত শোরগোল। অবাক হচ্ছেন তো? এই বয়সে সব কিছু থাকতে মাধুরী কেন হারিয়ে গেলেন। আসলে তিনি যা করেছেন সব চরিত্রের প্রয়োজনে। নিজের ইনস্টাতে মাধুরী লিখেছেন, “শুনেছিলাম স্টারডম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু যদি সুপারস্টার নিজেই নিখোঁজ হয়ে যায় তখন কী হয়। এ কথা কখনও শুনিনি।” এই লেখা দেখেই শুরু হয় তোলপাড়। কোথায় গেলেন মাধুরী। তাও আবার নিখোঁজের আগে তিনি বদলে ফেলেছেন নিজের নাম। মাধুরী থেকে হয়েছেন অনামিকা আনন্দ।
মাধুরী তাঁর ইনস্টাতে আরও লেখেন, “এবার নিজের জীবনের পারফেক্ট গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ২৫ ফেব্রুয়ারিতেই সব জানা যাবে।” এতক্ষণে বিষয়টা খোলসা হয়। আসলে সত্যিই তিনি নিখোঁজ তবে বাস্তবে নয়। তিনি হারিয়েছেন চরিত্রের প্রয়োজনে। নেটফ্লিক্সে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ফেমগেম”।
সেখানেই তাঁর নাম অনামিকা আনন্দ। যিনি একজন সফল অভিনেত্রী। রয়েছে সুখের সংসার। কিন্তু সেই সংসার আদৌ সুখের কী? গোটা জীবন অন্যের হয়ে অভিনয় করতে করতে অনামিকা ওরফে মাধুরী নিজের স্বত্ত্বাকেই ভুলে গিয়েছেন । একটি রাতে বদলে যায় তাঁর জীবন। উধাও হয়ে যান তিনি। মাধুরীকে খোঁজা নিয়েই এগোবে এই ‘ফেমগেম’ সিরিজের গল্প। ওটিটি এবং সিরিজে এই প্রথম অভিনয় করছেন মাধুরী দিক্ষিত। এই সিরিজের প্রযোজক করণ জোহর। পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ারও করিশ্মা কোহলি। ২৫ তারিখে থেকেই দেখা যাবে এই সিরিজ।