বিজনেসটুডে২৪ ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বা নববর্ষ শুরু হবে ২৯ জানুয়ারি। নববর্ষকে স্বাগত জানাতে এর মধ্যেই চীন জুড়ে চলছে বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও রীতি রেওয়াজ পালন।
গলিত লোহার মধ্যে আঘাত করে আগুনের ফুলকি তৈরির ঐতিহ্যবাহী অিনুষ্ঠান পালিত হচ্ছে অনেক স্থানে। মধ্যচীনের হুবেই প্রদেশের সুয়ানেন কাউন্টির কোংশুই নদীতে বাঁশের ভেলার উপরে গলিত লোহার আতশবাজি বা ‘আগুনের ফুল’ প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা।
চেচিয়াং প্রদিশের হাংচৌ সিটিতে ওয়েস্ট লেকের তীরে চলছে বসন্ত উৎসবের শোভাযাত্রা। শাংহাই মহানগরীর ডিজনি রিসোর্টেও নানা ইভেন্টের মাধ্যমে বসন্ত উৎসবের আনন্দ উদযাপন শুরু হয়ে গেছে।
চীনের সব প্রদেশ ও অঞ্চলেই বসন্ত উৎসবের বিভিন্ন রকম লোকজ রীতি রেওয়াজ পালনের মাধ্যমে সর্পবর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে জনগণ।
চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির উদ্যোগে ২০২৫ সালে বসন্ত উত্সব গালার পঞ্চম ড্রেস রিহার্সাল গতকাল (রোববার) সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। উদ্ভাবনী অনুষ্ঠান, গান-নাচ, নাটক, মার্শাল আর্ট ও জাদুসহ বহুমুখী অনুষ্ঠান গালায় তুলে ধরা হয়। চারটি শাখা মঞ্চ ও প্রধান মঞ্চের অনুষ্ঠানমালার সুষম ব্যবস্থাপনা করা হয়েছে। এ গালার মাধ্যমে আন্তরিক ও সরগম চীনা বসন্ত উত্সবের আমেজ অনুভব করা যায়। সারা চীন আনন্দময় ও সুখী সাপ-বছরের বসন্ত উত্সব গালা উপভোগের জন্য প্রস্তুত।