বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে বিনিয়োগের জন্য সম্ভাব্য খাতগুলো বাছাই করতে হবে, যাতে বিনিয়োগ নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বিনিয়োগকারীরা যাতে সঠিক খাতে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য একটি সামষ্টিক বহুমুখি বিনিয়োগ পরিকল্পনা করা দরকার।
‘এনাব্লিং ইনভেস্টমেন্ট ক্লাইমেট টু রিয়ালাইজ গ্রেট পটেনশিয়াল’ শীর্ষক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটির (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, স্পেশাল ইকনোমিক জোনের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য অবকাঠামোগত দিক থেকে একটি নতুন মাত্রা যোগ হচ্ছে। জিডিপিতে এসএমইর অবদান বৃদ্ধির জন্য মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে একটি আলাদা এসএমই জোন করা হবে।
অনুষ্ঠিত এ ওয়েবিনারে আলোচনার প্রধান বিষয় ছিল বিনিয়োগের বহুমুখিকরণ, ইকনোমিক জোনের প্রস্তুতির মাধ্যমে বিনিয়োগের বহুমুখিতা ত্বরান্বিত করা এবং সম্ভাব্য বিনিয়োগের খাত।
মাহবুবুল আলমের সভাপতিত্বে সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এন রাজা শেখারণের (শেখার) সঞ্চালনায় আরো অংশ নেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন এবং বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী।
প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। দেশের উন্নয়নের সঙ্গে ব্যবসারও উন্নয়ন হবে যদি ব্যবসায়ীরা সঠিক উদ্দীপনায় বিনিয়োগ বাড়ান।
মিরান আলী বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং কয়েক বছরের মধ্যে বহুমুখি বিনিয়োগের দ্বারা উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। বাংলাদেশ হচ্ছে বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ গন্তব্যস্থল এবং তার জন্য আমাদের দরকার আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচারণা চালানো যাতে আমাদের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণ করা যায়।