Home ব্যাংক-বিমা বাংলাদেশে ভিসার কান্ট্রি ম্যানেজার হলেন সৌম্য বসু

বাংলাদেশে ভিসার কান্ট্রি ম্যানেজার হলেন সৌম্য বসু

পেমেন্ট প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা আইএনসি (এনওয়াইএসই: ভি) সৌম্য বসুকে বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে। সৌম্য বাংলাদেশ, নেপাল এবং ভুটানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করবেন এবং এই অঞ্চলে ভিসার লিডারশিপ টিমে কাজ করবেন।
গত বছরের শেষে ভিসা বাংলাদেশে তাদের কান্ট্রি লিয়েসন অফিস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। এর মাধ্যমে ভিসার ঢাকা ভিত্তিক একটি আলাদা টিম থাকবে, যা সৌম্যর নেতৃত্বে পরিচালিত হবে। এছাড়াও, প্রতিষ্ঠানটি সারাদেশে ডিজিটাল পেমেন্টের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সাথে সাথে বংলাদেশি গ্রাহকদের জন্য নতুন পরিষেবাদি চালু করবে।
সৌম্য ২০১৬ সাল থেকে ভিসার সাথে কাজ করছেন এবং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক কৌশল এবং নানা কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার এই অভিজ্ঞতা বাংলাদেশে সিদ্ধান্ত প্রণয়নকারী এবং খাত সংশ্লিষ্ট অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গঠনে এবং সম্পর্ক বিস্তারে ভিসাকে সহায়তা করবে। যার মধ্যে থাকবে ব্যাংক, ফিনটেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
ভিসায় যোগদানের পূর্বে সৌম্য ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন- টাটা গ্রুপ, ক্রিসিল এবং ডায়বল্ড নিক্সডর্ফের ব্যবস্থাপনায় কাজ করেছেন। এই অঞ্চলে এসব প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসায়িক বিকাশের ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা রয়েছে।

-সংবাদ বিজ্ঞপ্তি