Home Second Lead বাংলাদেশমুখী মাদকের বড় চালান আটক কলকাতায়

বাংলাদেশমুখী মাদকের বড় চালান আটক কলকাতায়

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: বাংলাদেশে পাচারের সময় মাদকের একটি বড় চালান আটকে দিলো কলকাতা পুলিশ। আটক মাদকের দাম প্রায় ২২ কোটি টাকা।

চালানটি সম্পর্কে আগাম তথ্য ছিল পুলিশের কাছে। তল্লাশি চালাচ্ছিল কলকাতা পুলিশের এসটিএফের দল। তখনই বেলগাছিয়া এলাকায় বিপুল পরিমাণে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেটের খোঁজ মেলে। সেগুলি পাচার করা হচ্ছিল অসম থেকে বাংলাদেশে।  ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশসূত্রে জানা যায়, বেলগাছিয়ার মিল্ক কলোনি এলাকা থেকে ট্রাকে বোঝাই করে মাদক পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিতে ব্যাটারির বাতিল বাক্সে ভরা হয়েছিল হেরোইন ও ইয়াবা। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে যায় তারা। ট্রাকটিকেও বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনায় ৪৭ বছরের মেহের আলি এবং ২৬ বছরের রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দু’জনই অসমের বাসিন্দা। তারাই ট্রাক ভর্তি করে মাদক পাচার করছিল। ট্রাকটি থেকে ২ কেজি হেরোইন উদ্ধার হয়েছে, আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি ২ লক্ষ ৩২ হাজার ইয়াবা ট্যাবলেটও পাওয়া গিয়েছে ট্রাক থেকে, যার দাম অন্তত ১১ কোটি ৬০ লক্ষ টাকা।

সব মিলিয়ে মোট ২১ কোটি ৬০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে বড়সড় চক্রের সন্ধান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।