বিজনেসটুডে২৪ডেস্ক
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথমার্ধ নিজেদের নামে করল বাংলাদেশ।
টসে জিতে প্রথমে বল করতে নেমে শুরু থেকেই ভারতকে চাপে রাখলেন অভিষেক দাস, শরিফুল ইসলাম, তাঞ্জিম হাসান শাকিবরা। যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি কেউ দাঁড়াতেই পারলেন না।
৪৭.২ ওভারে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে গেল গোটা ভারতীয় দল।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। প্রথমেই ভারতকে ধাক্কা দেন অভিষেক দাস। ২ রানের মাথায় দিব্যাংশকে আউট করেন তিনি।
তারপরে তিলক বর্মার সঙ্গে পার্টনারশিপ গড়েন যশস্বী জয়সওয়াল। খুব ধীর গতিতে রান করতে থাকেন তাঁরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় শট খলতে পারছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা।
৩৮ রানের মাথায় তাঞ্জিম শাকিবের বলে আউট হন তিলক। তারপর আর বেশি পার্টনারশিপ তৈরি হয়নি। ধ্রুব জুরেলের ২২ রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউ ডবল ডিজিটে যেতে পারেনি। একাই লড়াই করলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু অন্য কোনও সতীর্থের সাহায্য পেলেন না তিনি। শেষ পর্যন্ত ৮৮ রানের মাথায় যশস্বী আউট হতেই ভারতের সব প্রতিরোধ ভেঙে পড়ে। ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ভারত।বাংলাদেশের সামনে টার্গেট ১৭৮ রান। যদিও বিশ্বকাপের ফাইনালে চাপে থাকবেন ব্যাটসম্যানরা। এখন দেখার এই রান ডিফেন্ড করতে কী ভাবে শুরু করেন ভারতের বোলিং ব্রিগেড।