বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দুই ইতালি ফেরত এবং তাদের পরিবারের এক সদস্য-এই ৩জনকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ রবিবার এ তথ্য জানিয়েছেন।
শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তাদের মধ্যে দুইজন ইতালি ফেরত। অপরজন আক্রান্ত একজনের পরিবারের সদস্য।
আইইডিসিআর পরিচালক জানিয়েছেন আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আইইডিসিআর জানিয়েছে, যারা বিদেশ থেকে আসছেন তারা সতর্কতার অংশ হিসেবে নিজেদের বাড়িতে অবস্থান করবেন। যাতে করোনার কোন ধরণের লক্ষণ ধরা পড়লে ব্যবস্থা নেয়া যায়। এতে অন্যরা সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পাবে।
করোনা আক্রান্ত নন এমন ব্যক্তিদের মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আইইডিসিআর।