Home ব্যাংক-বিমা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন তিন মহাব্যবস্থাপক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন তিন মহাব্যবস্থাপক

বিজনেসটুডে২৪ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে তিন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

সোমবার (০১ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একজনকে প্রধান কার্যলয়ে, একজনকে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ও অপরজনকে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে পদায়ন করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক মো. আবুল বশরকে প্রধান কার্যলয়ে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত মহাব্যবস্থাপক মো. ওবায়দুল হককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে পদায়ন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত মহাব্যবস্থাপক এ বি এম সাদেককে একই একাডেমিতে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি ২৪ তারিখ যোগদান করেছি। মিরপুর ট্রেনিং একাডেমিতেই আমাকে পদায়ন করা হয়েছে।