বিজনেসটুডে২৪ ডেস্ক
এক হাজার কোটি টাকার একটি রিভলভিং পুনঃঅর্থায়ন তহবিল ব্যাবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক স্বাক্ষর করেছে বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।
রবিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইবিএল থেকে চুক্তি স্বাক্ষরের বিষয়টি জানানো হয়। গ্রাহকদের রপ্তানিমূখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন এবং আপগ্রেডেশনে অর্থায়নের জন্য ইবিএল এই তহবিলের অর্থ গ্রহণ করতে পারবে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহা-ব্যাবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম, উপ-পরিচালক আবু রায়হান; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, ওভারসীজ ব্যাংকিং ইউনিট ও ব্যাংক প্রধান ফজলুল কাদের।
-সংবাদ বিজ্ঞপ্তি।