আজহার মুনিম শাফিন, কুলাউড়া (মৌলভীবাজার): দেশে একটি দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এমপি। তিনি আরোও বলেন, আমি ব্যক্তিগতভাবে দুনীতি করি না। দুর্নীতিকে প্রশ্রয় দেই না। এমপি, উপজেলা প্রশাসন, পৌরসভা কিংবা কোন জনপ্রতিনিধি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হন। আগে তাকে বলবেন। তারপরও সংশোধন না হলে তার বিরুদ্ধে নিউজ করবেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় সুলতান মনসুর এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকতায় দেশ ও মানুষকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। কোন কারণে বা সাম্প্রদায়িকতার কারণে দেশ কিংবা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হলে সাংবাদিক সমাজও ক্ষতিগ্রস্ত হবে। মানুষ যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়, দেশের সচেতন নাগরিক হিসেবে সাংবাদিকদের এক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
এমপি বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়ায়ও কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা কোনভাবে কাম্য নয়। কুলাউড়ার প্রশাসনের দায়িত্বশীল ভুমিকায় পরিস্থিতি শান্ত হয়েছে। আমরা মুসলমানরা মারা গেলে কবরে আর হিন্দুরা মারা গেলে চিতায় নেয়া হবে। এটাই চিরসত্য। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ না। কুমিল্লার ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবে না।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখস, এম মছব্বির আলী, ময়নুল হক পবন, সাংবাদিক সুমন আলম, মাহফুজ শাকিল, একেএম জাবের, তারেক হাসান, শাহবান রশিদ চৌধুরী, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
এছাড়া শুক্রবার কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদে জুম্মার নামাযের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ওলি-আউলিয়ার পূণ্যভুমি। সারাবিশ্ব যখন করোনা মহামারির কাছে অসহায় ছিলো, তখন এই দেশ মহামারি থেকে রক্ষা পায়।