Home First Lead বাংলার সমৃদ্ধির নাবিকরা মঙ্গলবার দেশে ফিরছেন

বাংলার সমৃদ্ধির নাবিকরা মঙ্গলবার দেশে ফিরছেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জাতীয় পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক মঙ্গলবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। রোমানিয়ার কুটনৈতিক সূত্র থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নাবিকরা রবিবার সকালে মালদোভা হয়ে পৌঁছেছেন রোমানিয়ায়। বাংলার সমৃদ্ধির নাবিকরা ছিলেন ইউক্রেনে শেল্টার হাউসে। সেখান থেকে তাদেরকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে স্থানান্তরের কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় নিরাপত্তা বিবেচনায়।

রুশ মিসাইল হামলায় নিহত জাহাজের তৃতীয় ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ নিয়ে শনিবার দুপুরে তারা ইউক্রেন থেকে মলদোভায় পৌঁছান। আজ সকালে পৌঁছেছেন রোমানিয়ায়।

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।