Home কর্পোরেট বাংলালিংক-ইউআইইউ সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলালিংক-ইউআইইউ সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: মোবাইল অপারেটর বাংলালিংক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মধ্যে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভার্চুয়ালি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভার্চুয়ালি অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেইনিবিলিটি আংকিত সুরেকা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট অরথিমা নাজনূর এবং ইউআইইউ এর পক্ষে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ, ইউআইইউ এর ভিসি প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের ডিরেক্টর মঞ্জুরুল হক খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ পেশাজীবীদের অধীনে প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে এবং ইউআইইউ-এর শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্যা লিডারস, লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ওমেনটর, ইনোভেটর্স, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরসহ বাংলালিংক পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।

এছাড়া তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেইস স্টাডিও অন্তর্ভুক্ত করা হবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, ‘আমরা মনে করি, তরুণদের জন্য আরও বেশি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে তীব্র প্রতিযোগিতার এই যুগে নিজেদের ভবিষ্যতের পেশাজীবী হিসেবে প্রস্তুত করতে পারবে। তরুণদের এই সুযোগ দেওয়ার লক্ষ্যে আমরা বেশ কয়েকটি কর্মসূচি পরিচালনা করে আসছি। ইউআইইউ-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করার পাশাপাশি আমাদের অভিজ্ঞ পেশাজীবীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ করে দিতে চাই।’

ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কো. লিমিটেড-এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ বলেন, ‘বাংলালিংক ও ইউআইইউ-এর এই সমঝোতা চুক্তি শিল্পখাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

আমরা জানি, অধিকাংশ ক্ষেত্রে বেকারত্বের মূল কারণ হলো দক্ষতার অভাব। আমি আশা করি, বাংলালিংক-ইউআইইউ চুক্তি পাঠ্যসূচি তৈরি থেকে শুরু করে শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও যৌথ গবেষণার ক্ষেত্রে সহায়ক হবে।’