মুখে মাস্ক। বাঁ হাতে টিকার ইঞ্জেকশন নিয়ে কমলা বললেন, “একটুও ব্যথা লাগেনি। কোনও সমস্যা নেই। টিকা সুরক্ষিত। জীবনদায়ী।” ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টারে টিকার ইঞ্জেকশন নিয়েছেন কমলা। ওই মেডিক্যাল সেন্টার যে এলাকায় রয়েছে সেখানে মূলত অ্যাফ্রো-আমেরিকান কমিউনিটির মানুষজনই বেশি। আর ডেমোক্র্যাট কমলা হ্যারিস এই সম্প্রদায়েরই অন্যতম মুখ।
টিকা নিচ্ছেন কমলা, সবটাই লাইভ সম্প্রচার করা হয় টিভিতে। গত সপ্তাহে ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের টিকা নেওয়ার ছবিও লাইভ টিভিতে দেখানো হয়েছিল। টিকাকরণে আমজনতাকে উৎসাহ দিতেই এই প্রচেষ্টা।
Today I got the COVID-19 vaccine. I am incredibly grateful to our frontline health care workers, scientists, and researchers who made this moment possible.
When you’re able to take the vaccine, get it. This is about saving lives. pic.twitter.com/T5G14LtFJs
— Kamala Harris (@KamalaHarris) December 29, 2020
ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইতিমধ্যেই মন জয় করেছেন আমেরিকাবাসীর। টিকা নেওয়া কতটা জরুরি তার জন্য প্রচারও করেছেন কমলা। করোনা নিয়ন্ত্রণে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে তুলে ধরে কমলা বলেছিলেন, ট্রাম্প যদি বলেন টিকা নিতে তবে তিনি কিছুতেই নেবেন না। কিন্তু যদি বিজ্ঞানী, স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন তাহলে অবশ্যই নেবেন। টিকা নিয়ে কমলা বলেছেন, আক্ষরিক অর্থেই টিকা জীবনদায়ী। মানুষের শরীরে সুরক্ষিত। সংক্রমণ থেকে বাঁচাবে। সকলেই টিকার ইঞ্জেকশন নেওয়া উচিত বলেও মন্তব্য করেন কমলা।
আগামী ২০ জানুয়ারি আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফর শুরু করবেন প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান, কৃষ্ণাঙ্গী কমলা হ্যারিস। ভোট প্রচারের সময় থেকেই এশীয়-আমেরিকানদের বিশেষ প্রাধান্য দিয়েছে বাইডেন শিবির। হোয়াইট হাউসের একাধিক গুরুত্বপূর্ণ পদেও এশীয়দেরই জয়জয়কার। অশ্বেতাঙ্গ মানুষজনের প্রতিনিধি হয়ে বর্ণবাদবিরোধী লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন কমলা হ্যারিস।
ভাবী প্রেসিডেন্ট বাইডেন নিজেই বলেছেন তাঁর সামনে এখন দুই জোড়া ঐতিহাসিক সঙ্কট, যার মোকাবিলা করা তাঁর কর্তব্য। এর মধ্যে রয়েছে করোনা অতিমহামারী, দেশজোড়া বেহাল অর্থনীতি, বর্ণবৈষম্য এবং জলবায়ু বদল। বর্ণবৈষম্য ঘোচাতে ইতিমধ্যেই কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে টিকা নিতে উৎসাহ দিচ্ছে বাইডেন শিবির। দেশের সব জায়গায় করোনা টিকার সমবন্টন হবে বলেও ঘোষণা করেছেন বাইডেন। ফাইজারের টিকা প্রথম নিয়েছেন এক কৃষ্ণাঙ্গী নার্স। তাই কমলার প্রকাশ্যে টিকা নেওয়া কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে বিশেষ বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক