Home আন্তর্জাতিক বাকিংহামের আকাশে জোড়া রামধনু

বাকিংহামের আকাশে জোড়া রামধনু

বাকিংহামের আকাশে জোড়া রামধনু

বিজনেসটুডে২৪ ডেস্ক

সরকারিভাবে তখনও তাঁর প্রয়াণের খবর ঘোষণা হয়নি। হঠাৎই রাজবাড়ির আকাশে দেখা মিলল জোড়া রামধনু! তবে কি দেবদূতের হাত ধরে স্বর্গের পথে পাড়ি দিলেন রানি? পড়ে রইল তাঁর নশ্বর দেহ। ব্রিটেনেশ্বরীর মৃত্যুতে এই নিয়েই চলছে জোর চর্চা। ধর্মপ্রাণ British-দের একাংশের মতে, রানির মৃত্যুর সময় Buckingham-র আকাশে রামধনুর দেখা মেলা নিছক কাকতালীয় নয়। এর পিছনে রয়েছে ‘ঈশ্বরের হাত’। অন্যপক্ষ অবশ্য রামধনুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতেই ব্যস্ত। কারণ যাই থাকুক না কেন, রানির প্রয়াণের একদিনের মাথায় এই নিয়েই ভরে থাকল সোশ্যাল মিডিয়ায় পেজ।

বৃহস্পতিবার Scotland-র Balmoral প্রাসাদ দুর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন British Queen Elizabeth II। প্রায় ওই একই সময়ে Buckingham Palace-র মাথায় দেখা যায় রামধনু। এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি রামধনুর দেখা মেলে Windsor Castle এবং British County Berkshire-এ রানির বাড়ির ঠিক উপরে। সেই ছবি ক্যামেরাবন্দি করেন ব্রিটেনবাসীরা। এরপর রানির মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা হতেই এই নিয়ে আলোচনা শুরু করে দেন নেটিজেনরা।

কী লিখেছেন নেট-নাগরিকরা? টুইটারে রাজবাড়ির উপরের রামধনুর ছবি পোস্ট করে একজন লিখেছেন, “#DoubleRainbow এ এক ঐশ্বরিক ছবি।” আরেকজন লিখেছেন, “একজন অসম্ভব প্রতিভাবান মহিলা। ছিলেন অগাধ জ্ঞানের অধিকারী। সেই কারণেই জাদুমন্ত্রের মতো রাজবাড়ির আকাশে দেখা মিলেছে রামধনুর। #queenelizabeth #buckinghampalace।” কিছুক্ষণের মধ্যেই ভাইরাাল হয় সেই ছবি।

অন্যদিকে British Queen Elizabeth II-র শেষকৃত্যের তোড়জোড় শুরু করে দিয়েছে রাজপরিবার। আগামী ৩ দিন Westminster Hall-এ শায়িত থাকবে রানির কফিনবন্দি মরদেহ। এই ৩ দিন সেখানে গিয়ে যে কেউ, রানিকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এর জন্য দিনের মধ্যে ২৩ ঘণ্টা খোলা রাখা হবে এই Hall।

 

এছাড়াও London-র Buckingham Palace সংলগ্ন Greek Park-ও খুলে দেওয়া হয়েছে জনগণের জন্য। প্রয়াত রানির স্মরণে ফুলে ফুলে ঢেকে যাচ্ছে ওই এলাকা। Queen Elizabeth II-র কফিন London-এ ফিরলে একাধিক জায়গায় গান স্যালুট দেওয়া হবে। এর মধ্যে রয়েছে Hyde Park ও Tower of London। Hyde Park-এ ৪১ বার তোপধ্বনি করে রানিকে শেষবারের জন্য গান স্যালুট দেবে Royal House Artillery। অন্যদিকে রানির স্মরণে ৬২ বার তোপধ্বনি করা হবে Tower of London থেকে। ১০ দিনের মাথায় Westminster Abbey-তে স্বামী Prince Philip-র পাশেই সমাধিস্থ করা হবে British Queen Elizabeth II-কে।