জর্ডানের গাল্ফ এয়ার বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের উড়ান বন্ধ করে দিয়েছে।
নিরাপত্তাজনিত কারণে সংস্থটি সাময়িকভাবে এই ব্যবস্থা নিয়েছে। গাল্ফ এয়ার ইরানের নাজাফেও উড়ান চলাচল বন্ধ রেখেছে। গাল্ফ এয়ার প্রতি সপ্তাহে ১৮টি ফ্লাইট পরিচালনা করে বাগদাদে। অবশ্য ইরাকের বসরা, ইরবিল এবং সোলাইমানিয়া পথে সংস্থাটির উড়ান যথারীতি চালু থাকবে।
বিজনেসটুডে২৪ ডেস্ক