বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: ১৫ বছরের ব্যবধানে আবারও তার জালেই ধরা পড়েছে আর একটি বিশাল বাঘাইড়। ওজন ৫৪ কেজি ৮০০ গ্রাম। পাইকারের কাছে সেটা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়।
শুক্রবার ভোরে নগরীর বিনোদপুর জাহাজঘাট এলাকায় পদ্মায় ধরা পড়েছে ঐ বাঘাইড়। শাহজামানের জালে মাছটি ধরা পড়ে। তিনি সেই ৮ বছর বয়স থেকে মাছ ধরেন। ২০০৮ সালে প্রথম তার জালে বিশালাকৃতির একটি বাঘাইড় ধরা পড়েছিল। সেটার ওজন ছিল প্রায় ১০০ কেজি। তার জালে বড় আকৃতির আর একটি মাছ ধরা পড়লোে আজ। তিনি বললেন, তার জালে যে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে সেটা অন্য জেলেদের সহযোগিতায় নদীর পারে নিয়ে আসা হয়।
ফজলুর রহমান নামের এক ব্যবসায়ী মাছটি কিনেছেন। তিনি বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় ধরা পড়ার কথা শুনে এখানে আসি। দরদাম করে ৫০ হাজার টাকায় কিনেছি সেটা। সেটা ঢাকায় আড়তে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ফজলুর রহমান জানান, বাঘাইড় বেশি ওঠে বাঘার দিকে পদ্মায়। শীতের শুরুতে নদীতে পানি কমতে শুরু করেছে। মাছ ধরার মওসুম চলছে। মৌসুমে এই প্রথম এত বড় বাঘাইড় মাছ উঠল।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর রেড লিস্ট অনুযায়ী মিঠা পানির এ মাছটি ‘মহাবিপন্ন’। বাঘাইড়-এর বৈজ্ঞানিক নাম Bagarius yarrelli।
বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২নং তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী বাঘাইড়।
বাঘাইড় মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। তবে, জেলে এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে এ বিষয়ে তাদের কোন ধারণা নেই। তাই প্রয়োজন সচেতনতামূলক প্রচারণা।