Home সারাদেশ যমুনায় এবারে পাওয়া গেল ৬৩ কেজির বাঘাইর

যমুনায় এবারে পাওয়া গেল ৬৩ কেজির বাঘাইর

এই সেই বাঘাইর যার ওজন ৬৩ কেজি।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

জামালপুর: যমুনায় জেলের জালে এবারে ধরা পড়েছে ৬৩ কেজির একটি বাঘাইর। বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়।

দেওয়ানগঞ্জে মাছটি ধরা পড়ে বাদশা মিয়ার জালে। বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া বাজারে মাছটি বিক্রি করা হয়েছে।

বাদশা মিয়া জানান, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি, পরে কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করেছি। মাছটি বিক্রি করে মোট পেয়েছি ৭৫ হাজার ৬০০ টাকা।
বাঘাইরটির ক্রেতাদের কয়েকজন বলেন, অনেকদিন পর এ এলাকায় এত বড় মাছ পাওয়া গেছে। বেশ বড় হওয়ায় কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। আমরা ১২০০ টাকা কেজি দরে  কিনেছি। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলেই কিনেছি।
জামালপুরের ইসলামপুরে কুলকান্দি এলাকায় যমুনা নদীতে সপ্তাহখানেক আগে জেলেদের জালে ধরা পড়েছিল৭৯ কেজি ওজনের  একটি বাঘাইর। মাছটি লম্বায় ৬ ফুট। সেটা ৮২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছিল।
গত বছরের মার্চে যমুনা নদীতে পাবনার জেলেদের জালে ধরা পড়েছিল ৮৬ কেজি ওজনের বাঘাইর মাছ।