বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সবজির আগুন দামে নাভিশ্বাস উঠছে রাজধানীর মানুষের। প্রতিদিনের খাবারের তালিকায় থাকা এমন অনেক সবজির দাম বেড়ে গেছে প্রচুর। বাজারে গিয়ে পকেট ফাঁকা হয়ে গেলেও, ভরছে না ব্যাগ।
জ্বালানির দাম বৃদ্ধির সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আবার ঝোপ বুঝে কোপ মারছেন। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সবজির বাজারও অনেকটাই চড়ে গেছে। সব ধরনের শাকসবজির দামই এখন ক্রেতার পকেট খালি করে দিচ্ছে।
নগরীর কম-বেশি সব বাজারেই সবজির দাম আকাশছোঁয়া। দুই-তিন দিন আগেও ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে বেগুন ও বরবটির কেজি। বিক্রেতারা এখন সবজি দুটির দাম হাঁকছেন ৭০ থেকে ৭৫ টাকা কেজি। প্রতি কেজি ঢ্যাঁড়শের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা।এখন ৫৫ থেকে ৬০ টাকা। ফুলকপির পিস ছিল ৩০ থেকে ৩৫ টাকা। ২০ থেকে ২৫ টাকা বেড়ে সেই ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা।মুলার কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ছিল ২৫ থেকে ৩০ টাকা। ৪০ টাকা কেজির ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা।
বিক্রেতারা দাবি করছেন যে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে সবজি আসে কারওয়ান বাজারে। পাইকারি বিক্রেতারা জানালেন, ট্রাকের ভাড়া বাবদ খরচ আগের চেয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বেড়ে গেছে। দাম বেড়ে গেছে এ কারণে।
সাভার ও গাজীপুর থেকেও কারওয়ান বাজারে পাইকারিতে বিক্রির জন্য সবজি আসে। এই পথের ট্রাক ভাড়াও এক থেকে দেড় হাজার টাকা বেড়েছে বলে জানান পাইকাররা।