বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: কোমল পানীয় কোকাকোলা বিক্রির অভিযোগে সিলেটে ফাস্ট ফুড চেইন কেএফসিতে ভাঙচুরকরা হয়েছে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে করা হয়েছে ভাংচুর। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি প্রতিষ্ঠানের বিভিন্ন কোমলপানীয় নষ্ট করা হয়।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর মিরবক্সটুলার কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে, নগরীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কেএফসির সামনে জড়ো হন। হামলার পরপরই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কেএফসি কর্তৃপক্ষ।

নগরীর দরগা গেইট এলাকার বাটার শো-রুমেও হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দোকানের কর্মচারীরা ভয়ে বের হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে।
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সিলেটে আজ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।