বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চলমান করোনা পরিস্থিতিতে বাণিজ্য সংগঠনের নির্বাচনের সময়সীমা বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারকে আজ মঙ্গলবার ( ৬ মার্চ ) এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে তা সংশ্লিষ্ট সবখানে জানিয়ে দেয়া হয়েছে।
স্মারকে বলা হয়েছে যে, বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহি পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। করোনা ঠেকাতে জনসমাগমরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
যেসব বাণিজ্য সংগঠনের নির্বাহি পরিষদের নির্বাচন করার সময় অত্যাসন্ন, সেগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের ঐ সিদ্ধান্তের ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোন সময়ে করার সুযোগ পেল।