বানিয়াচং ( হবিগঞ্জ ) থেকে হৃদয় খান: বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালির পর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বহন করে।কিন্তু কালের বিবর্তনে কোথাও যেনো হারিয়ে যাচ্ছে বাঙালি র শতবছরের ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে এক হয়ে সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মোশাহেদ মিয়া, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমুখ।