হৃদয় খান, বানিয়াচং থেকে: বানিয়াচং উপজেলার মহিলা উদ্যোক্তাদেরকে স্বাবলম্বী করতে বিআরডিবি’র উদ্যোগে মহিলা সমিতির মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পল্লী ভবনে আনুষ্ঠানিকভাবে ঋণ কার্যক্রম উদ্ভোদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী।
উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মাইটিভি প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।
বানিয়াচং দাসপাড়া মহিলা সমিতি, নাগেরখানা মহিলা সমিতি, মজলিশপুর মহিলা সমিতি’র ৭০ জন মহিলা সদস্যর মাঝে ৩৭ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।