বিজনেসটুডে২৪ ডেস্ক: “বাবর আমার এক মাত্র ভালবাসা। ও আমার সব কিছু। বাবরকে আমার খুব ভাল লাগে। ওকে কেউ কটূক্তি করলে খারাপ লাগে। বাবর সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমার প্রচণ্ড কষ্ট হয়। মনে হয় আমাকে খারাপ কথা বলা হচ্ছে।”
পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজ়ম প্রসঙ্গে এসব কথা বলেছেন মডেল দুয়া জাহরা। তিনি বাবরের প্রেমে মজেছেন। একটি শোয়ে স্বীকার করেছেন দুয়া।বাবরের প্রতি ভালবাসার কথা স্বীকার করলেও দুয়া স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে পাক ক্রিকেটারের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। দুয়া বলেন, “আমি সিঙ্গল। কখনও কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভাল থাকিনি। তাই সম্পর্কে বিশ্বাস নেই। তবে বিয়েতে বিশ্বাস করি।”
পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজ়ম। তাঁর সঙ্গে তুলনা করা হয় বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের। পাকিস্তানের সেই ব্যাটার এক সময় দেশের ক্রিকেট অধিনায়ক ছিলেন।
বাবর বিয়ে করেননি। তবে ভারতে বিশ্বকাপ খেলতে এসে তিনি পঞ্জাবি কিনে নিয়ে গিয়েছিলেন। তখন মনে করা হয়েছিল বিয়ের জন্যই পোশাক কিনেছিলেন বাবর। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিয়ের কোনও খবর পাওয়া যায়নি। ৩০ বছর বয়স বাবরের। তাঁর বিরুদ্ধে এক মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছিলেন। যদিও তা প্রমাণিত নয়।