বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) মাদ্রাসার মজলিসে শুরার বৈঠকে এই দায়িত্ব দেওয়া হয়।এর মধ্য দিয়ে বাবুনগরী প্রয়াত শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন।
মাদ্রাসার শুরা কমিটির সদস্য মেখল মাদ্রাসার মুহতামিম আল্লামা নোমান ফয়জী এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদ্রাসার শুরা কমিটির সদস্য মেখল মাদ্রাসার মুহতামিম আল্লামা নোমান ফয়জী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ মে মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করলে সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেয় শুরা কমিটি।
পরবর্তীতে মাদ্রাসার শুরা সদস্য হাটহাজারী বড় মাদ্রাসার প্রয়াত পরিচালক আল্লামা আহমদ শফী মাওলানা সলিমুল্লাহকে মুহতামিম ঘোষণা করেছেন বলে নিজেকে মুহতামিম দাবি করেন মাদ্রাসা শিক্ষক মওলানা সলিমুল্লাহ। এতে বিভক্ত হয়ে পড়ে শিক্ষক ছাত্র ও এলাকাবাসী।
এ পরিস্থিতিতে বিক্ষুব্ধ ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে মাদ্রাসা ত্যাগ করতে বাধ্য হন মুহতামিম দাবিদার মাওলানা সলিমুল্লাহ। স্থানীয় সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারির হস্তক্ষেপে ছাত্ররা শান্ত হন।