Home রকমারি সংবাদ খর্বাকৃতির গরু ‘ঝন্টু: উচ্চতা ১৭ ইঞ্চি, ওজন ২০ কেজি

খর্বাকৃতির গরু ‘ঝন্টু: উচ্চতা ১৭ ইঞ্চি, ওজন ২০ কেজি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: গত ঈদুল ফিতরের পরদিন  মনিরামপুরের খানপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের সরোয়ারের  গাভিটি একটি এঁড়েবাছুর জন্ম দেয়। প্রায় ৫ মাস বয়স হলেও এটার উচ্চতা মাত্র ১৭ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ৩১ ইঞ্চি। আর ওজন হবে আনুমানিক ২০ কেজি। জন্মের সময় বাছুরটি বর্তমানের তুলনায় আরও ছোট ছিল।

অনেকে বাছুরটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। দাম হাঁকানো হয়েছে ৫ লাখ টাকা। পাবনা থেকে আসা কয়েকজন দেড় লাখ টাকায় কিনতে চাইলেও দেননি গৃহস্থ।

খর্বাকৃতির গরু বাছুরটির নাম দেয়া হয়েছে ঝন্টু। এটাকে নিয়ে গৃহস্থ পরিবারটির অঢেল আনন্দ। প্রতিদিন  দূর-দূরান্ত থেকে খর্বাকৃতির এঁড়ে বাছুরটি দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে।

সরোয়ার হোসেন জানান, তার বাড়িতে তিনটি গাভি রয়েছে। স্থানীয় একজনের কাছ থেকে তিনটি গাভির বীজ দেওয়া হয়। এরমধ্যে দুইটি গাভি স্বাভাবিক বাচ্চার জন্ম দিলেও একটা গাভি খর্বাকৃতির এঁড়েবাছুরের জন্ম দেয়।

গাভির বীজ বিক্রয়কারী সাইফুল কবীর জানান, তিনি এডিএল (আমেরিকান ডেইরি লিমিটেড) কোম্পানির সিমেন (বীজ) বিক্রি করেন। সরোয়ারের তিন গাভীর জন্য এই সিমেন দেয়া হলেও একটি বাওন (খর্বাকৃতির) এঁড়েবাছুর জন্ম নেয়।

মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় জানান, জেনেটিক্যাল কারণে এটি হতে পারে। তবে বাছুরটি দেখে বাকিটা বলতে পারবেন।