বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম:বিশিষ্ট শিপিং ব্যবসায়ী এ এফ এম শওকত আহমেদ-এর নামাজে জানাজা আজ রবিবার সকাল ১১ টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে বাদ জোহর পাথরঘাটা ছজাওয়ার খান পেশকার জামে মসজিদ প্রাঙ্গনে।
এ এফ এম শওকত আহমেদ দুবাই হয়ে আমেরিকার শিকাগো যাওয়ার পথে গত রবিবার রাতে এমিরেটসের একটি তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লালি…রাজিউন)। বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শওকত আহমেদ চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর এম এইচ চৌধুরী লিমিটেডের ভাইস চেয়ারম্যান, শিপ হ্যান্ডলিং অপারেটর ইউনিফ্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটর এসোসিয়েশনের পরিচালক । মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তাঁর জন্ম। তবে, বহু বছর ধরে নগরীর পাথরঘাটা এলাকা বসবাস।