Home উদ্যোক্তা বালাইনাশক কারখানার যাত্রা শুরু

বালাইনাশক কারখানার যাত্রা শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বগুড়া: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষক্রিয়ার ধারা অনুযায়ী ৩ ও ৪ শ্রেণির বালাইনাশক তৈরি করে সরবরাহের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডব্লিউডিজি মেশিনে উৎপাদন শুরু করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার।

রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বগুড়া বিসিক শিল্পনগরীতে ন্যাশনাল এগ্রির নিজস্ব কারখানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান জানান, এ কারকানাটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষক্রিয়ার ধারা অনুযায়ী ৩ ও ৪ শ্রেণির বালাইনাশক তৈরি করা হবে। অর্থাৎ এটা কম ক্ষতিকর। এ শ্রেণির বালাইনাশক কীটনাশকের জন্য হুমকির কারণ হলেও মানব শরীর ও প্রকৃতির জন্য তেমন ক্ষতিকারক নয়।

বাংলাদেশে বর্তমানে ২৩টির মতো দেশীয় কোম্পানি নিজস্ব ফর্মুলেশন প্ল্যান্টে বালাইনাশক উৎপাদন করছে। এর মধ্যে ২২টি কোম্পানিরই বালাইনাশক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষক্রিয়ার ধারা অনুযায়ী ১ ও ২ শ্রেণিভুক্ত বলেও জানান তিনি।

ন্যাশনাল এগ্রিকেয়ারের নতুন এ স্থাপনার কারখানায় দৈনিক ৮ ঘণ্টা হিসেবে বাৎসরিক ৭৫০ মেট্রিক টন ডব্লিউডিজি বালাইনাশক উৎপাদন করা হবে। আর এ কর্মঘণ্টায় বাৎসরিক ১ হাজার মেট্রিক টন ডব্লিউপি বালাইনাশক উৎপাদন করা সম্ভব হবে কারকানাটিতে।