পণ্যবাহী জাহাজের ধাক্কায় খেলনার মতো ভেঙে পড়ল সেতু। আমেরিকার বাল্টিমোরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ব্রিজটি ভেঙে পড়ার সময়ে তার ওপর দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। বহু মানুষকে পানিতে ভেসে থাকতেও দেখা গেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি।
স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যে ব্রিজটি ভেঙে পড়েছে তার নাম ‘ফান্সিস স্কট কী’। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্রিজের দুদিকের ট্রাফিক অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় ঠিক কতজন মানুষ আহত হয়ে থাকতে পারেন সেই তথ্য এখনও মিলছে না। আশঙ্কা করা হচ্ছে, ১০০-র বেশি মানুষের মৃত্যু হতে পারে।