বিজনেসটুড২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামলাপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতা রফিকের করা মামলার আসামি আমজাদ হোসেন খোকন। তাকে ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
পরোয়ানামূলে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি মামলার আসামিও তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন মামলা দায়েরের পরও পুলিশ চেয়ারম্যান খোকনকে এতদিন গ্রেপ্তার করেনি। স্থানীয় কিছু বিএনপির লোকজনও তাকে আশ্রয় দিয়েছেন। অবশেষে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।