বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বায়ুদূষণের তালিকায় আবার শীর্ষে ঢাকা। বিশ্বের ১২৬ দেশের বিভিন্ন শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ আজ রাজধানীতে।
সকালে রাজধানীর মানুষের ঘুম ভেঙ্গেছে এই চরম দূষণের মধ্যে। রাস্তায় নামতেই দেখা যায়, চারপাশে ধোঁয়া ও ধুলোর আস্তরণ। অনেক মানুষই মাস্ক পরে যাতায়াত করছেন। বিভিন্ন রাস্তায় নামলেই দেখা গেছে, মানুষ সমানে কাশছেন। এই দূষণের ফলে প্রথমেই মানুষের গলা খারাপ হচ্ছে। সর্দি, জ্বর হচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই সময় বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার। তার মধ্যে অন্যতম হলো, বারবার গার্গল করা ও স্টিম নেয়া। খুব জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে না বেরনোই ভালো। বায়ু দূষণের জন্য নানা কারণকে দায়ী করা হয় – যার মধ্যে রয়েছে পরিবহন এবং শিল্প ও কল-কারখানা। এসব থেকে নির্গমনের পাশাপাশি, ধুলা এবং আবহাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী রাজধানী ঢাকা।
সোমবার (২৭ জানুয়ারি) সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২২৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি শহর। এছাড়া ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন শহর এবং পঞ্চম অবস্থানে পাকিস্তানের করাচি, স্কোর ১৯০।