Home আন্তর্জাতিক বায়োএনটেক মালিক বিশ্বের ধনীতম ৫০০ জনের তালিকায়

বায়োএনটেক মালিক বিশ্বের ধনীতম ৫০০ জনের তালিকায়

বিজনেসটুডে২৪ ডেস্ক

চলতি সপ্তাহেই ফাইজার ইনকর্পোরেটেডের তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটেন। ফাইজার ও বায়োএনটেক নামে দু’টি সংস্থা যৌথভাবে ওই ভ্যাকসিন তৈরি করেছে। বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা উগুর সাহিন এবার স্থান পেলেন বিশ্বের ধনীতম ৫০০ জনের তালিকায়।

চলতি সপ্তাহেই বায়োটেকের শেয়ারের দর বেড়ে যায় আট শতাংশ। চলতি বছরে ওই সংস্থার শেয়ারের দাম বেড়েছে মোট ২৫০ শতাংশ। বিশ্বের সেরা ৫০০ জন ধনীর তালিকায় সাহিন এখন আছেন ৪৯৩ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি ডলার। অর্থাৎ ৩৭ হাজার কোটি টাকার বেশি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স এই খবর জানিয়েছে।

ফাইজার ও বায়োএনটেক জানিয়েছিল, তাদের কোভিড ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী। আর কিছুদিনের মধ্যেই ওই ভ্যাকসিন নিয়ে মতামত জানাবে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বায়োএনটেক মূলত জার্মান সংস্থা। সাহিনের স্ত্রী ওজলাম টুরেসি বায়োএনটেকের চিফ মেডিক্যাল অফিসার। ওই সংস্থা আগে প্রধানত ক্যানসারের ওষুধ তৈরি করত। গত জানুয়ারিতে সাহিন ও তাঁর স্ত্রী খবর পান, চিনের উহান থেকে নতুন এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে। তখনই তাঁরা সেই ভাইরাসের প্রতিষেধক বার করার জন্য গবেষণা শুরু করেন।

সাহিনের জন্ম হয়েছিল তুরস্কে। গতবছর আমেরিকার শেয়ার বাজার থেকে বায়োএনটেক তুলেছিল ১৫ কোটি ডলার।

একটি সূত্রে জানা যায়, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ভারতে আসার সম্ভাবনা খুবই কম। সূত্রের খবর, ফাইজারের সঙ্গে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির সেভাবে কোনও চুক্তি হয়নি। কথাবার্তাও এগোয়নি। তাছাড়া ফাইজারের টিকা সংরক্ষণও একটা বড় প্রশ্ন। তাই এই মুহূর্তে ফাইজারের টিকা আসার সম্ভাবনা নেই বললেই চলে।

ব্রিটেনে আগামী সপ্তাহ থেকেই টিকা দিতে শুরু করবে মার্কিন ফার্মা জায়ান্ট। ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রডোক্টস রেগুলেটরি কমিটি (এমএইচআরএ)-র সঙ্গে চুক্তি হয়েছে ফাইজার-বায়োএনটেকের। ফাইজারের টিকার ৪ কোটি ডোজ কিনেছে ব্রিটেন সরকার। মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টিকা তাজা রাখার প্রস্তুতি করে ফেলেছে ব্রিটেন।