Home অন্যান্য বিআরটিএ’র পাঁচদিন ব্যাপি সেবা সপ্তাহ শুরু

বিআরটিএ’র পাঁচদিন ব্যাপি সেবা সপ্তাহ শুরু

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

চট্টগ্রাম: ড্রাইভিং ও মোটরসাইকেল লাইসেন্স  পাওয়া সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ৫ দিনব্যাপি সেবা সপ্তাহ শুরু করেছে । চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

রবিবার (২০সেপ্টেম্বর) দুপুরে নগরীর নতুনপাড়া এলাকায় সংস্থাটির কার্যালয় সংলগ্ন মাঠে ভিডিও কনফারেন্সে মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।

মেলায় অনলাইনে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স প্রদান ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের সুবিধা রয়েছে। এক্ষেত্রে দর্শনার্থীরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোটর সাইকেলের নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। মোটরসাইকেল শোরুম-ডিলারদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদি ফরম পূরণ করে অনলাইনের সহায়তায় বিআরটিতে পাঠালে নিবন্ধন করা হবে।

এছাড়া ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কাগজপত্র দিয়ে তৎক্ষণাৎ শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।

সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক (রাজস্ব) মো. শহীদুল্লাহ বলেন, বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল লাইসেন্স প্রদান করা হবে। এর মাধ্যমে গ্রাহক সহজেই বাসা-অফিসে বসে অনলাইনের মাধ্যমে এ দুটি সেবা পাবেন।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে সংস্থাটির সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার)  মো. তৌহিদুল হোসেন, সহকারী পরিচালক বরুন কুমার বিশ্বাস,সহকারী পরিচালক,  সঞ্জয় দেওয়ান  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনার থাবায় বিআরটির কার্যালয়ে প্রায় ৪০ হাজার ড্রাইভিং লাইসেন্স আবেদন জমা পড়েছে। মেলায় অনলাইন প্রক্রিয়ায় মাধ্যমে এসব আবেদনের নিষ্পত্তি হবে।