আগামী দুই বছরের (২০২১-২৩ মেয়াদে) জন্য দেশের নিয়োগকর্তাদের সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে। সংগঠনটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরদাশির কবির এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন সুস্মিতা আনিস।
আরদাশির কবির গত ৩৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক খাতে জড়িত একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা। চা খাতে তিনি সাতগাঁও চা এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর চা কো. লিমিটেডের পরিচালক, বাংলাদেশ চা সমিতির (বাংলাদেশি চা সংসদ) সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ চা বোর্ডের সাবেক পরিচালক। প্রিন্ট মিডিয়াতে তিনি বাংলাদেশের প্রাচীনতম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ-এর একজন পরিচালক।
তিনি এলিভেটর এবং এসকেলেটর খাতের প্রতিষ্ঠান লাবনি করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাহাজ ভাঙা থেকে ধাতব ব্যবসায়ের সঙ্গে জড়িত ইরোনসাইডের ব্যবস্থাপনা পরিচালক। কৃষি-বনজ ও জলজ পালন খাতে তিনি সাতগাঁও এগ্রো ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি এর আগে ২০১৭-১৯ মেয়াদে বিইএফ-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরদাশির কবির ভারতের আজমিরের মেয়ো কলেজ, যুক্তরাজ্যের কিংস স্কুল ক্যানটারবারি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। ওই দুই বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সুস্মিতা আনিস এসিআই ফর্মুলেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০০ সাল থেকে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং নিরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি এসিআই লজিস্টিকস লিমিটেডের পরিচালক, এসিআই ফুডস লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেড, ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেড, কনসোলিডেটেড কেমিকেলস লিমিটেড, এসিআই পিওর ফ্লোর লিমিটেড, স্টোকাস্টিক লজিক লিমিটেড, এসিআই লবণ লিমিটেড, নিম ল্যাবরেটরিজ (প্রা.) লিমিটেড, দোলা কৃষি উন্নয়ন সংস্থা লিমিটেড এবং অলাভজনক সংস্থা এসিআই ফাউন্ডেশন-এর পরিচালনার সঙ্গে জড়িত।
তিনি এর আগের মেয়াদে বিইএফ-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুস্মিতা আনিস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে থেকে গ্রাফিক ডিজাইন এবং ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।