Home First Lead বিএনপি দলীয় সাংসদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বিএনপি দলীয় সাংসদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

অভিযোগ: গাড়িতে হামলা ও ভাংচুর, টাকা ও মোবাইল ফোন ছিনতাই এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ থেকে: মাইক্রো গাড়ীতে হামলা করে ভাংচুর, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই সহ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ভোলাহাট থানায় স্থানীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলামকে হুকুমের আসামি করে ১৭ জনের নামে শুক্রবার মামলা করেছেন নাচোল উপজেলার বিএনপি নেতা তন্ময় আহমেদ।
এজাহার ভুক্ত আসামি ভোলাহাট উপজেলার বটতলা গ্রামের মৃত ফরিজুদ্দিন ছেলে দলদলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেম এবং হুকুমদাতা আসামী স্থানীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম (৫০)।
অন্য আসামিরা হলেন: ভোলাহাট উপজেলার বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন (৫০), উপজেলা সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (৪৫), উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী (৪২), মোঃ মামুন (৩৫), উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (২৫ ), মোঃ জহির (৩৫), মোঃ হযরত ওরফে সুলভ (২০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান (৪২), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহসিন (২১), উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লাল দেওয়ান (৪৩), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আব্দুর রাকিব (২৬), উপজেলা যুবদলের সভাপতি মোঃ বেলাল উদ্দিন (৪৫), মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০), মোঃ আসাদুল (২৮), মোঃ জুয়েল (৪৫)।
এজহার সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ, নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম মঞ্জিদুল হক, মোঃ সোলাইমান আলী ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ টা ২০ মিনিটের দিকে ভোলাহাট আম ফাউন্ডেশনের অণুরূপ আমঞ্চল সংরক্ষন ও ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য নাচোল উপজেলায় আম ফাউন্ডেশন নির্মাণ করার উদ্দেশ্যে আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক চুটু সহ স্থানীয় লোকজনদের কাছে আম ফাউন্ডেশন সংক্রান্তে তথ্যাদি সংগ্রহের জন্য আসে।
একই দিন কাজ শেষ করে নাচোল উপজেলা যাওয়ার মূহুর্তে হঠাৎ করে তন্ময় আহমেদের ব্যবহারকৃত মোবাইলে ভোলাহাট উপজেলার বটতলা গ্রামের মোঃ ইবনে কাজেম (৪৬) এর নম্বর থেকে কল করে গাড়ীর অবস্থান জানতে চায়। চলন্ত মাইক্রো গাড়ীর ভিতর হতে মোবাইলে কথা বলতে বলতে ভোলাহাট কলেজ মোড় অতিক্রম করলে মাইক্রো গাড়ীর পিছনে প্রায় ৬ টি মোটর সাইকেল নিয়ে মাইক্রো গাড়ীকে লক্ষ্য করে আসছে।
মাইক্রো গাড়ীটি বিকাল  ৪ টার দিকে ভোলাহাট উপজেলার বারইপাড়া গ্রামে ভাঙ্গা কালভার্টের কাছে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে গাড়ীর সামনে মোটর সাইকেল নিয়ে এসে পথরোধ করে এলোপাথাড়ী ভাবে গাড়ীর সামনের গ্লাসের উপর ইট পার্টকেল নিক্ষেপ করতে থাকে। গাড়ীর ড্রাইভার গাড়ীটি দাঁড় করালে চতুর্দিক হতে লোহার রড, হাতুড়ী নিয়ে গাড়ীর সামনে পিছনে এবং দুই পাশের গ্লাসের উপর আঘাত করে গাড়ী ভাংচুর করে।
গাড়ীর লোকজনদের গাড়ী হতে টেনে হেঁচড়ে বের করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খারাপ ব্যবহার করে এবং ধাক্কাধাক্কি, মারধর করে পঞ্চাশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকার মোবাইল ছিনতাই করে।
তন্ময় আহমেদ এজাহারে উল্লেখ করেন, আসামী মোঃ ইবনে কাজেম (৪৬ ), মোবাইল ফোনের মাধ্যমে হুকুমদাতা আসামী স্থানীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম (৫০) এর সাথে কথা বলে তিনি আমাকে ভুল স্বীকার করতে বলে এবং জানায় বলে ‘তুই সহ তোর লোকজন যদি আর কোন দিন ভোলাহাট না আসিস তাহলে তোকে সহ তোর লোকজনদের এখনি ছেড়ে দেবো’। আমি প্রাণের ভয়ে হাজী মোঃ আমিনুল ইসলাম (৫০) এর নিকট মোবাইল ফোনে স্বীকার করি যে, আমি আর কোন দিন ভোলাহাটে আসবো না, একথা শোনামাত্রই হাজী মোঃ আমিনুল ইসলাম (৫০) এর হুকুমে আসামী মোঃ ইবনে কাজেম (৪৬) কে আমাদের ছেড়ে দিতে বললে তখন তারা আমাদের ছেড়ে দেয়।