Home চট্টগ্রাম ‘বিএনপি ধাওয়া দিয়েছে, প্রতিহতের চেষ্টা করেছি’: আওয়ামী লীগ

‘বিএনপি ধাওয়া দিয়েছে, প্রতিহতের চেষ্টা করেছি’: আওয়ামী লীগ

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কাজীর দেউরী বিএনপির কার্যালয় ‘নসিমন ভবন’ এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

আজ(বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগের কথা জানান তারা।

এব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া গণমাধ্যমকে জানান, দলীয় মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা শেষ করে যাওয়ার সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তাদের হামলার পর আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহতের চেষ্টা করেছে। 

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় এজাহার দিয়েছি। আশাকরি প্রশাসন ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ তারা যেন ব্যবস্থা নেয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুল ও কাউন্সিলর প্রার্থী শৈবাল দাস সুমনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।