বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: আগামী ১৭ ফেব্রুয়ারি কক্সবাজারে জেলা বিএনপির সমাবেশ। শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ বক্তব্য রাখবেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এই সমাবেশ । এই সমাবেশ বাস্তবায়ন করতে প্রথম প্রস্তুতি সভা মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রস্তুতি সভায় জানান, লক্ষাধিক জনসমাগমের লক্ষ্য নিয়ে সমাবেশটি আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ।