Home কক্সবাজার ১৭ ফেব্রুয়ারি কক্সবাজারে জেলা বিএনপির সমাবেশ

১৭ ফেব্রুয়ারি কক্সবাজারে জেলা বিএনপির সমাবেশ

কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভা। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: আগামী ১৭ ফেব্রুয়ারি কক্সবাজারে জেলা বিএনপির সমাবেশ। শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ বক্তব্য রাখবেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এই সমাবেশ । এই সমাবেশ বাস্তবায়ন করতে প্রথম প্রস্তুতি সভা মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি যথাক্রমে- এনামুল হক, মমতাজুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক জামিুল ইব্রাহিম চৌধুরীসহ জেলা বিএনপি ও উপজেলা/পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রস্তুতি সভায় জানান, লক্ষাধিক জনসমাগমের লক্ষ্য নিয়ে সমাবেশটি আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ।