বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আজ রবিবার দুপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে কমপক্ষে দুজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুপুর ১২টার দিকে পবিপ্রবির মুক্ত বাংলার সামনে এ সংঘর্ষ হয়। বিএনপির নেতা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপুকে আমন্ত্রণ জানানো হলেও আনোয়ার হোসেন হাওলাদারের গ্রুপ আমন্ত্রণ না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে।
সংঘর্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে।”
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “আলতাফ হোসেন চৌধুরী (বিএনপির ভাইস চেয়ারম্যান) দুমকি তথা পবিপ্রবির ক্যাম্পাসে এসেছেন, তবে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানি না।”
পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে আসেননি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তার অবদান থাকায় এবং তিনি একজন শুভাকাঙ্খী হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি বৈঠকে আমন্ত্রিত হয়েছেন। তবে তার উপস্থিতিতে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে থাকে, তাহলে সুস্পষ্ট তথ্যপ্রমাণ ও অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে পবিপ্রবিতে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।