Home রাজনীতি খানসামায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, অফিস ভাংচুর 

খানসামায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, অফিস ভাংচুর 

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর): খানসামা উপজেলায় বিএনপির  দু’পক্ষের নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অফিস ভাংচুর হয়েছে।
রবিবার বেলা ১০ টায় উপজেলার পাকেরহাট শাপলা চত্ত্বরের  সামনে মানববন্ধন করেছেন দিনাজপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী। অন্যদিকে দুপুর ১২টায় একই জায়গায় দিনাজপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার পক্ষে মানববন্ধন করেছেন তার সমর্থনরা।
এসময় কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকে অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলের করার নির্দেশনা দিয়েছেন। চিরিরবন্দর উপজেলায় ৬ নং ৯ নং ১০ নং ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন ছিল ১৪ তারিখে। এই ইফতার মাহফিলের আয়োজনকারী ছিল চিরিববন্দর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন চৌধুরী। উনি যখন তারাবির নামাজ শেষে দাওয়াতি কার্যক্রম শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন কতিপিয় চিহ্নিত সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি।