বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে প্রায় ১৬ হাজার কোটি টাকার স্থিতি নিয়ন্ত্রণ করেছে। শনিবার সকালে বিএফআইইউ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জব্দ করা হিসাবের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি ববির হিসাব রয়েছে। এ ছাড়া আছে এস আলম, সামিট, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা, ওরিয়ন, নাসা, জেমকন, নাবিল গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদসহ সাবেক সরকারের মন্ত্রী-এমপি ও পুলিশ, সাংবাদিকসহ প্রভাবশালী ব্যক্তিদের হিসাব।
হিসাবগুলো দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশে এখনো জব্দ রয়েছে।
বিএফআইইউ এই পদক্ষেপের মাধ্যমে অবৈধ লেনদেন ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন এবং ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে। এর পাশাপাশি, সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ জানুয়ারি ২২ তারিখে ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা ছাড়িয়েছে।