Home Second Lead বিএম ডিপোর ঘটনা তদন্তে ৩ কমিটি

বিএম ডিপোর ঘটনা তদন্তে ৩ কমিটি

বিএম ডিপোর ঘটনাস্থলে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিএম কন্টেইনার ডিপোর ঘটনা তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৩ সদস্যের কমিটি গঠন করেছে। টার্মিনাল ম্যানেজারকে আহ্বায়ক করে এই কমিটি। অপর দু’জন হলেন বন্দরের উপ-পরিচালক নিরাপত্তা এবং কাস্টম হাউসের একজন প্রতিনিধি। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার  এডমিরাল এম শাহজাহান বি এম কন্টেইনার ডিপো পরিদর্শনে গিয়ে ঘটনাস্থল সরেজমিনে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদস্য ( হারবার ও মেরিন ), পরিচালক(নিরাপত্তা), পরিচালক (পরিবহন) সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  পরির্দশনকালে বন্দর চেয়ারম্যান  বিএম কন্টেইনার ডিপোর ফায়ার ফাইটিং সহ অন্যান্য সকল safety measures এর খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত কন্টেইনারের পাশ থেকে অন্যান্য ভাল ইনটেক্ট কন্টেইনারসমূহ একটি আলাদা জোনে রাখার জন্য নির্দেশ দেন। বিএম কন্টেইনার ডিপোতে এই মুহূর্তে অপারেটরের স্বল্পতা থাকায় বিকডাকে অন্যান্য ডিপো থেকে অপারেটর সরবরাহ করে অন্যান্য কন্টেইনারগুলি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

ডিপোতে ইকুইপমেন্টের স্বল্পতা থাকলে তিনি চট্টগ্রাম বন্দর থেকে ইকুইপমেন্ট পাঠিয়ে সার্বিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়া তিনি উক্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও র‌্যাব কর্তৃপক্ষকে অনুরোধ জানান। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের অপর একটি তদন্ত কমিটি করা হয়েছে। অধিদপ্তরের সহকারী মহিপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্তকে। আরেক সদস্য হলেন শ্রম পরিদর্শক (নিরাপত্তা) মো. শামীম হোসেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগেও একটি তদন্ত কমিটি গঠন হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়েছে আরও ২ শতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের উৎস সম্পর্কে বলতে না পারলেও ফায়ার সার্ভিসের ধারণা, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুন্ডস্থ বিএম কন্টেইনার ডিপোতে একটি কেমিক্যাল-ভর্তি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।