বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বিএম ডিপোর আগুন ও ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ১৫০-২০০ সদস্যের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন।
তিনি জানান, এই ডিপোর কাছে থাকা কয়েকটি নালা এখানকার দুটি খালের সঙ্গে সংযুক্ত। আর সেই খালটি সংযুক্ত বঙ্গোপসাগরের সঙ্গে। ফলে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া কেমিক্যালগুলো যাতে বঙ্গোপসাগরে মিশে না যায়, সেজন্য সেনাবাহিনীর দলটি কাজ করবে। একইসঙ্গে আগুন নিয়ন্ত্রণেও তারা কাজ করবে।