বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সীতাকুণ্ডের বিএম কন্টেইনারের ঘটনা প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে আইএমডিজি নীতিমালা এবং আইএসপিএস কোড অনুযায়ী ডিপো পরিচালিতহ হলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।
রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, এ ঘটনায় মনিটরিং টিমের অবহেলা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। এখানে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ বা অন্যান্য যেসব অংশীজন আছে, আমরা একসঙ্গেই আছি। প্রাথমিকভাবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেহেতু কিছু নীতিমালা, বিধিমালা, আইন-কানুন মেনেই প্রাইভেট কন্টেইনার ডিপো সেটা এখানে আছে, আমি মনে করছি তাদের এখানে অবহেলাটা প্রাথমিকভাবে পরিলক্ষিত হচ্ছে। তারা এখানে যদি সঠিকভাবে ব্যবস্থা নিত তাহলে এতো বড় দুর্ঘটনা ঘটত না। আইএমডিজি নীতিমালা এবং আইএসপিএস যে কোড আছে, সে অনুযায়ী কন্টেইনার ডিপো পরিচালনা করার কথা। যদি এ দুটি নীতিমালা ও কোড অনুসরণ করে তারা ডিপো পরিচালনা করত তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।