বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বি এম কন্টেইনার ডিপোর ফায়ার এক্সটিংগুইসারসমূহ ছিল মেয়াদোত্তীর্ণ। অনুসন্ধানে জানা যায়, ২০২১ সালের এপ্রিলে শেষ হয়েছে মেয়াদ। নিরাপত্তা ও যন্ত্রপাতির শর্ত পূরণ না করার কারনে ২০১৭ সালে ‘ বিএম কনটেইনার ডিপো ‘র লাইসেন্স নবায়ন বন্ধ রেখেছিল কাস্টম কর্তৃপক্ষ। পরে অবশ্য নবায়ন হয়েছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন করা হয়নি। সেখানে নিয়োজিত শ্রমিকদের অগ্নি নির্বাপন বিষয়ে কোন ট্রেনিং দেয়া হয় না।
বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে আমরা এখনো নিশ্চিত নই। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোন থেকে আমরা হতাহতদের পাশে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করবো। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরন দেয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে।
বিএম কনটেইনার ডিপোটি চট্টগ্রাম ভিত্তিক স্মার্ট গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। ২০১১ সালে নেদারল্যান্ডসের একটা ব্যবসায়ী গ্রুপের সাথে যৌথ মালিকানায় ডিপোটি প্রতিষ্ঠিত হয়।