Home শেয়ারবাজার বিএসইসি থেকে হেলাল নিজামীর বিদায়

বিএসইসি থেকে হেলাল নিজামীর বিদায়

অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। এর ফলে বিএসইসি’র আরো একটি কমিশনারের পদ ফাঁকা হলো। বর্তমানে বিএসইসিতে কমিশনারের তিনটি পদ শূন্য রয়েছে।

গত ২ মে কমিশনার হিসেবে দায়িত্ব পালনের চার বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়েছে।

২০১০ সালের পুঁজিবাজারে ধসে পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিএসইসিকে নতুন করে ঢেলে সাজানো হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৪ মে বিএসইসিতে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। তিনি প্রথমবার ৩ বছরের জন্য নিয়োগ পান। এরপর  তিনি ৪ বছরের জন্য পুনঃনিয়োগ পান। সর্বশেষ তাকে আরো ২ বছরে জন্য নিয়োগ দেয় সরকার, যার মেয়াদ ২ মে শেষ হয়েছে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিষ্টেমস বিভাগের সঙ্গে অধ্যাপনা থেকে ডেপুটেশন নিয়ে বিএসইসিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেপুটেশনের মেয়াদ শেষ হওয়ায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন।