Home Second Lead বিএসএএ’র ভোটে ইস্যু পাইলটিং

বিএসএএ’র ভোটে ইস্যু পাইলটিং

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ শিপিং  এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু বহির্নোঙরে বেসরকারি পাইলটিং। শিপিং এজেন্টদের এক গ্রুপ সরাসরি এর বিপক্ষে এবং অপর গ্রুপ পক্ষে অবস্থান নিয়েছে।

যে কোন বন্দর সীমানায় জাহাজের মুভমেন্ট নিজস্ব পাইলট দিয়ে হয় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে। বড় বড় জাহাজসমূহের মুভমেন্ট কুতুবদিয়া থেকে আলফা, ব্রেভো বা চার্লি নোঙর পর্যন্ত মাস্টারের তত্ত্বাবধানে হয়। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। বন্দর কর্তৃপক্ষ  এর পরিবর্তে তাদের সীমানায় জাহাজের আউটসাইড মুভমেন্ট নির্দিষ্ট ৫ বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা পাইলট দিয়ে পরিচালনা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। কোথাও বেসরকারি পাইলট দিয়ে মুভমেন্ট না হলেও বন্দর কর্তৃপক্ষের সেই আগ্রহে ক্ষোভ তৈরি হয় শিপিং এজেন্টদের মধ্যে, যাদের জাহাজ আউটসাইড মুভমেন্ট করতে হয়।    

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম জুয়েল বন্দর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত সার্কুলারটি স্থগিত রাখার অনুরোধ জানিয়ে এক পত্রে উল্লেখ করেন যে সংগঠনের ৮ সদস্য প্রতিষ্ঠান লিখিতভাবে আপত্তি জানিয়েছে এবং ৫৮ সদস্য যৌথভাবে আপত্তি জানিয়েছে।

এরপর, বাংলাদেশ শিপিং  এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলীও নৌ পরিবহন প্রতিমন্ত্রী বরাবরে একই বিষয়ে পত্র দিয়েছেন।

অপরদিকে, তালিকাভুক্ত এক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি উল্লেখ করেন যে চলমান ব্যবস্থায় কিছু শিপিং এজেন্ট জাহাজের মালিক ও ক্যাপ্টেনকে ভুল তথ্য দেন, লাইসেন্স নেই এমন ব্যক্তিকে পাইলট পরিচয় দিয়ে জাহাজপ্রতি ৪ হাজার ডলার পর্যন্ত চার্জ আদায় করে থাকেন। অথচ তা ১২০০ ডলারের বেশি হওয়ার কারণ নেই যদি এক্ষেত্রে কর্ণফুলী চ্যানেলের ট্যারিফকে দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। আউটসাইড মুভমেন্টে নতুন ব্যবস্থায় পাইলটিং হলে শিপিং এজেন্টদের এ খাতের কোটি কোটি টাকার বাণিজ্য হাতছাড়া হয়ে যাবে বলে তারা বিরোধিতা করছে বলে তিনি মনে করেন।

শিপিং এজেন্টস এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে বহির্নোঙরে বেসরকারি পাইলটিংয়ের বিষয়টি অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।  নির্বাচনকে সামনে রেখে যে দু’টি গোষ্ঠি তৎপর তাদের একটি এর ঘোর বিপক্ষে অবস্থান নিয়েছে। অপরটি মৌনতা অবলম্বন করে তাদের সমর্থন বৃদ্ধি করেছে।  নেভিগেশনাল ফ্যাসিলিটেটর হিসেবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে তাদের বৈঠকও হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।