Home Second Lead বিএসএএ: চেয়ারম্যান এহসানুলের পদত্যাগের বিপক্ষে পরিচালনা পর্ষদ

বিএসএএ: চেয়ারম্যান এহসানুলের পদত্যাগের বিপক্ষে পরিচালনা পর্ষদ

আহসানুল হক চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কমিটমেন্ট রক্ষা করেছেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )-এর চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী। পদত্যাগ করেছেন। কিন্তু পরিচালনা পর্ষদ তা চায়নি। বহাল থাকছেন তিনি।

এহসানুল হক চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন গত ১৬ ফেব্রুয়ারি। এসোসিয়েশন ভোট হয়েছিল ২০১৯ সালের ১৬ এপ্রিল। ১৭ বছর পর সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন হয়। চেয়ারম্যান নির্বাচন করা হয় এহসানুল হককে।

 জানা যায, চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ার-এর সাথে সমঝোতা ছিল যে পরবর্তীতে পদত্যাগ করবেন। তখন চেয়ারম্যান হবেন শাহেদ সরওয়ার। সেই প্রতিশ্রুতি রক্ষায় গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দু’মাসের মধ্যে পদত্যাগ করবেন বলে জানিয়ে দেন। তখন পরিচালকরা সরাসরি কিছু না বললেও তারা নতুন কারও পরিবর্তে এহসানুল হক চৌধুরীকে বহাল থাকুক সেটা চেয়েছেন। যার প্রতিফলন ঘটেছে আজ সভায়।

আজ রবিবার বিকেল ৩ টায় চেম্বার ভবনে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদ সভা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী সভাপতিত্ব করেন। সভায় ২৪ জন পরিচালকের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। এহসানুল হক চৌধুরী এবং অপর ৩ জন অনুপস্থিত ছিলেন।

এসোসিয়েশন সূত্র জানায়, সভার দ্বিতীয় আলোচ্য বিষয়টি ছিল চেয়ারম্যানের পদত্যাগ পত্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। আলোচনা শুরু হলে কেউ তা গ্রহণের পক্ষে এবং কেউ বিপক্ষে মত প্রকাশ করেন। এ পর্যায়ে সভাপতি গোপন ভোটে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান যাতে বিষয়টি নিয়ে পরবর্তীতে কোন আপত্তি উঠতে না পারে।

উপস্থিত ২০ জনের মধ্যে ১৫জন পদত্যাগপত্র গ্রহণ না করার পক্ষে রায় দেন। অপর ৫জন রায় দেন গ্রহণের পক্ষে। এই রায়ের ফলে এহসানুল হক বহাল থাকছেন, যদি তিনি সম্মত হন।

শিপিং এজেন্টস এসোসিয়েশনের দু’বছর মেয়াদের কমিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৮ এপ্রিল। ভোট হয়েছিল ২০১৯ সালের ১৬ এপ্রিল।  এহসানুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের সব ক’টিতে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়। অপরদিকে, এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদে জয়ী হয় সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল।

 এহসানুল হক এফবিসিসিআই’র  বন্দর ও শিপিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান। আগেও এহসানুল হক চৌধুরী শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন।