Home Second Lead বিএসএএ নির্বাচন: আচরণবিধি ভঙ্গের অভিযোগ সম্মিলিত পরিষদের বিরুদ্ধে

বিএসএএ নির্বাচন: আচরণবিধি ভঙ্গের অভিযোগ সম্মিলিত পরিষদের বিরুদ্ধে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে সম্মিলিত পরিষদের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছে শাহেদ সরওয়ার প্যানেল।

প্যানেল লিডার শাহেদ সরওয়ার বুধবার ( ২৪ মার্চ ) বিকেল পৌণে ৫ টায় নির্বাচন বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ পেশ করেছেন।

জানা যায়, আচরণ বিধিতে ভোটারদের কাছে কেবলমাত্র এ ৪ সাইজের সাদা-কালো লিফলেট পাঠানোর বিধান রয়েছে, কোনরূপ গিফট পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এই বিধান ভঙ্গ করেছে বলে অভিযোগ দিয়েছেন শাহেদ সরওয়ার প্যানেল প্রধান।

এদিকে, ‘অভিযোগের বিষয়ে জানতে চাইলে সম্মিলিত পরিষদের এক নেতা বিজনেসটুডে২৪কে বলেছেন, এখন পর্যন্ত এ সম্পর্কে আমরা অবহিত নই এবং আচরণ বিধি ভঙ্গ হয় এমন কোনকিছু আমরা করিনি । এরপরও যদি অভিযোগ করা হয়ে থাকে, গায়ে পড়ে ঝগড়া করতে চায় আমরা তা মোকাবেলায় প্রস্তুত। ’

বিএসএএ নির্বাচন আগামী ৪ এপ্রিল। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আগামী ২৭ মার্চ। পরেরদিন ২৮ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।