বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’র আসন্ন নির্বাচনে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার ( ১৮ মার্চ )।
৩ প্রার্থী নিয়ে উত্থাপিত অভিযোগের ব্যাপারে শুনানি ইতঃমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলো ২৭ মার্চ। পরেরদিন অর্থাৎ ২৮ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।
সম্মিলিত পরিষদ প্যানেল চুড়ান্ত করেছে।
শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠির প্যানেল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে তিনি জানান।
ভোটার সংখ্যা অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২।
উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে শিপিং এজেন্টদের দু’টি গ্রুপ সক্রিয়। এর একটি হলো শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন। অপরটি সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।